নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) সদ্য সংবাদ-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’
তবে এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পুলিশের উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কেউ আহত হয়েছেন কি না বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।



























