শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২২ অক্টোবর ২০২৫

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই কাপড় ব্যবসায়ী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই কাপড় ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার কাপড় ব্যবসায়ী মো. সজল (৩০) ও আলামিন (২৭)।

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, তারা দুজনই স্থানীয়ভাবে ফুটপাতের দোকানে কাপড় ব্যবসা করেন।  তারা ব্যবসার কাজে মালামাল কিনতে ঢাকায় এসেছিলেন। পথে কোনো এক পর্যায়ে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়েন তারা। ধারণা করা হচ্ছে, বাসে ওঠার পরই তাদের অচেতন করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, সচিবালয়ের পেছনের রাস্তা থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সজলের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে, তবে আলামিনের কী পরিমাণ টাকা বা মালামাল হারিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এসআই রায়হান উদ্দিন আরও বলেন, 'তারা এখন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।'

পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা বাসে ওঠা যাত্রীদের টার্গেট করে নেশাযুক্ত খাবার বা পানীয় খাওয়ানোর মাধ্যমে এমন ঘটনা ঘটিয়ে আসছে।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়: