জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা, তিন আসামির স্বীকারোক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জুয়েল রানা ও মাসুম মিয়ার আদালতে তাঁদের জবানবন্দি গ্রহণ করা হয়। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন—জোবায়েদের সহপাঠী বার্জিস শাবনাম বর্ষা (১৯), তাঁর প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লান (২০)। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের বন্ধু প্রীতম চন্দ্র দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ইস্তিয়াক হোসেন জিপু বলেন, ‘আসামিরা দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত এই বিবৃতির ভিত্তিতে পরবর্তী আদেশ দেবেন। মামলার সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
এর আগে সকালেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। দুপুরে কঠোর নিরাপত্তায় তাঁদের আদালতে নেওয়া হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে জোবায়েদ হত্যার বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।