সেনা কর্মকর্তাদের পক্ষে আদালতে লড়বেন না আইনজীবী সারোয়ার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে জানান তিনি।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, মামলায় যে পনের জন সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।
তিনি জানান, “অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, এই পনের জনের মধ্যে তাদের একজন রয়েছেন, এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।”
অবশ্য গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানীতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন।
সদ্য সংবাদ/এসএইচ



























