১ বছর ৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ১ বছর ৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতল লাল সবুজরা।
মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৭ গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
এর আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সর্বশেষ আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
সফরকারীদের দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। একাদশে থাকলেও এদিন কোনো ওভার করেননি পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা। তবে এদিন সেঞ্চুরির খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেন সাইফ-সৌম্য। ৭২ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে ৮০ রান করে আউট হন সাইফ। ৮৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হন সৌম্য।
রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের শুরুতেই চাপে ফেলেন স্পিনার নাসুম আহমেদ। দেখেশুনে শুরুর পর হাতখুলে খেলার চেষ্টা করেছিলেন অ্যালিক অ্যাথানেজ। তবে তাকে সুযোগ দেননি নাসুম। ২১ বলে ১ ছক্কার মারে ১৫ রান করে নাসুমের ঘূর্ণিতে ব্যর্থ হয়ে এলবিডব্লিউন হন এ ওপেনার। এক ওভার পর আবার আক্রমণে এসে আকিম আগুস্তেকেও শিকার করেন নাসুম। ৩ বলে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন এ ব্যাটার। এরপর ইনিংসের নবম ওভারে আক্রমণে এসে নাসুম তুলে নেন আরেক ওপেনার কিংকে। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে বোল্ড হন তিনি।
সদ্য সংবাদ/এসএইচ



























