রিশাদের জাদুতে টাইগারদের ওয়ানডেতে বড় জয়
সর্বশেষ ১৩ ওয়ানডে ম্যাচে মাত্র এক জয় পাওয়া বাংলাদেশ আজ আবারও হার আর হতাশার গোঁড়ামি ভেঙে জয় উদযাপন করল। টানা চার হারের পর মিরাজ-মুস্তাফিজের নেতৃত্বে টাইগাররা দেখালো ফেরার পথ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরও সহজ করেন ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। সহজ লক্ষ্য হলেও কালো উইকেটে জয়ের জন্য অবিশ্বাস্য কিছু করতে হয় বাংলাদেশের ব্যাটারদের।
তাহলেই শুরু হয় রিশাদ হোসেনের ম্যাজিক। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার লেগ স্পিনের মাধ্যমে প্রথমে পাঁচ উইকেট শিকার করেন। এক সময়ে ওয়েস্ট ইন্ডিজের দল ১ উইকেটে ৭৯ রান করলেও ৯২ রানে ৫ উইকেটে দাঁড়িয়ে পড়ে।
রিশাদের আক্রমণাত্মক বোলিংয়ের সঙ্গে মুস্তাফিজ-মিরাজও উইকেট উদযাপনে যোগ দেন। শেষ পর্যন্ত ক্যারিবীয়দের ইনিংস ১৩৩ রানে গুটিয়ে যায়। রিশাদ শেষ উইকেটও তুলে নেন, যা ৩৫ রান খরচে তার জন্য ছয় উইকেট।
রিশাদ হোসেন প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। আগের সেরা রেকর্ডটি ছিল রাজিন সালেহরের, যিনি ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে চার উইকেট নিয়েছিলেন। এছাড়া রিশাদ বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ছয় উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন। এর আগে মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর এই কীর্তি অর্জন করেছেন।
এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয়েছিল। দলের পক্ষে ফিফটি করেছিলেন তাওহিদ হৃদয় (৫১)। অভিষেক ওয়ানডে খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৭৬ বল খেলে ৪৬ রান। রিশাদ হোসেনও ২৬ রান যোগ করেন দ্রুতগতিতে।



























