নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব বলে জানিয়েছে দলটি। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে যুক্ত আছেন এবং তার পদত্যাগ বা অব্যাহতির কোনো প্রশ্নই ওঠে না।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রমও তদারকি করছেন। তার পদত্যাগ বা অব্যাহতির গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।'
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ সম্পূর্ণ অসত্য ও মনগড়া। এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।'
এর আগে বৃহস্পতিবার রাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দাবি করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয় সূত্রে এ তথ্যকে ‘নির্জলা গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এমটি



























