গোপালগঞ্জে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার আহ্বান
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সেখ বলেছেন, দেশের আমূল সংস্কার না হলে আবার পুরনো অন্ধকারে ফিরে যেতে হবে। প্রশাসন, আইন এবং নির্বাচন কমিশনকে অবশ্যই সংস্কার করতে হবে, নয়ত রাজনৈতিক দূর্বৃত্তায়ন থামানো সম্ভব নয়। বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনী পরিচালনার জন্য পিআর (প্রার্থী নিবন্ধন) চাইলেও একটি দল তা অস্বীকার করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সন্ত্রাস ও চাঁদাবাজির বৃদ্ধি নিয়ন্ত্রণহীনতায় প্রশাসনের ব্যর্থতাই মূল কারণ বলে তিনি মন্তব্য করেন।