শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০১:৫১, ১৫ নভেম্বর ২০২৫

‘শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’

‘শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “আসাম আব্দুর রবসহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শেখ মুজিবকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারব না।’ এরপর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

তিনি আরও বলেন, “যারা তখন দেশের স্বাধীনতা বিরোধিতা করছিল তারা এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত। মা–বোনদেরকে বলা হচ্ছে, দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে বা জান্নাতে যাওয়া যাবে, যা একটি প্রতারণা।”

জামায়াতের উদ্দেশ্যে ফারুক বলেন, “চলুন জনপ্রিয়তা যাচাই করি, দেখা যাক কয়টি ভোট পান। জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের এক কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে।”

সম্পর্কিত বিষয়: