রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০১:৩৩, ১১ নভেম্বর ২০২৫

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা পাড়া-মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।”

সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি অনেক কষ্ট করে দলটা টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতা–কর্মী তাদের নেতাদের মাধ্যমে কোণঠাসা হয়ে রয়েছে। তারা আমাদের বলে, ‘তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়েছে। আমরা রক্ত ও ঘাম দিয়ে আন্দোলন করেছি ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য।’”

তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। তারা যদি সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হন, তবে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা চাঁদাবাজি করে, তারা কখনো সেই আদর্শের অনুসারী হতে পারে না।”

নিজ দলের সংগঠন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “অনেকেই এখন চায়ের দোকানে বসে মশকরা করে—‘এনসিপি করে কী হবে, ভোটের পর তো আর খবর থাকবে না।’ আমি তাদের বলব—ভালো কাজ সব সময় অল্পসংখ্যক মানুষের হাতেই শুরু হয়। কল্যাণকামীরা কখনো সংখ্যাগরিষ্ঠ হয় না। হাসিনার সময় যারা লড়াই করেছে, তারাও ছিল অল্পসংখ্যক।”

নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জেলার আট উপজেলায় যে পরিমাণ জনপ্রতিনিধি থাকা দরকার, সেই পরিমাণ লোক এখানে উপস্থিত হয়নি। আমরা কোরাম পূরণের লোক চাই না, চাই নিবেদিতপ্রাণ দশজন মানুষ। ভালো ১০ জন দিয়েই এনসিপির শক্তিশালী কমিটি গঠন করা হবে।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আমরা আশা করছি একটি ভালো নির্বাচন হবে। তবে কিছু মানুষ ব্যালট নয়, বেছে নিয়েছে বুলেট। তারা ভাবছে, ভয় দেখিয়ে জনগণকে ফ্যাসিবাদী শাসনের মতো বশ মানানো যাবে। কিন্তু আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই—যারা ভয় পায়, তারাই ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা নিজেরাই অস্তিত্ব সংকটে ভুগছে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন।

সর্বশেষ