জুলাই সনদ, বিচার এবং নির্বাচন একসঙ্গে বাস্তবায়ন করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, বরং সংস্কারের নামে যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠেছে। শুক্রবার সকালে যশোরে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।