নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের আগে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সময় আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকবেন, এবং এটি অবশ্যই লিখিতভাবে নিশ্চিত হতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘উঠানে রাজনীতি’ অনুষ্ঠানে হাসনাত এসব মন্তব্য করেন।