সচিবালয় হয়ে উঠেছে স্বৈরতন্ত্র ও গুণ্ডামির আস্তানা: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সচিবালয় বর্তমানে সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুণ্ডামির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ নাগরিক হিসেবে আমাদের কোনো গুরুত্ব নেই। তিনি বলেন, সম্প্রতি যে বিমান উত্তরার মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে, সেটি সচিবালয়ে পড়লে তার উপযুক্ত প্রতিফলন হতো।
রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, 'জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে মুক্তি পাবে না। এটি আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক।'
হাসনাত উল্লেখ করেন, জুলাই মাসে বিসিএসের বৈষম্য রোধের দাবিতে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। তবে এখনও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিরাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা ও পোস্টিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে এবং বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করার সুপারিশও করেছে। তবে চাকরি বিধি সংশোধনের এখতিয়ার এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। মন্ত্রণালয় যদি এই অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হয়, তবে চাকরিপ্রার্থীরা লাল ফিতার প্রভাব থেকে মুক্তি পাবে না বলেও সতর্ক করেন তিনি।



























