সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৪৭, ২৭ অক্টোবর ২০২৫

রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল কানাডায় নন, কারাগারেই আছেন: কারা অধিদপ্তর

রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল কানাডায় নন, কারাগারেই আছেন: কারা অধিদপ্তর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, ‘রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল সংক্রান্ত একটি গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে একজন সামরিক কর্মকর্তা কানাডার টরন্টোর স্কারবরো এলাকায় দেখেছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট বনানী এলাকা থেকে রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে আটক করে পুলিশ। এর আগে ৭ আগস্ট তাঁকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে বদলি করা হয়।

২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন তিনি।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ