সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:২৪, ২৬ অক্টোবর ২০২৫

সোমবার ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে ইসি

সোমবার ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চলতি সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বিলম্বের বিষয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেব।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের অগ্রগতির বিষয়ে আখতার আহমেদ জানান, ‘মাঠ পর্যায়ের কিছু বাড়তি তথ্য আসছে। পর্যালোচনা শেষে এই সপ্তাহের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা হবে। আমাদেরও দায়িত্ব আছে, তাই কাজটি দ্রুত শেষ করা হবে।’

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, ‘এ বিষয়টি পরে জানানো হবে।’

ইসি রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘সব কিছু ১০০ শতাংশ সময়ানুগভাবে করা সম্ভব নয়। কিছু বিষয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।’

গত শনিবার রাতে ইসি প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, ‘পুলিশ ইতোমধ্যেই আসামিকে আটক করেছে। প্রয়োজন হলে নির্বাচন কমিশনও মামলা করবে।’

ব্রিফিংয়ের শুরুতে তিনি কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গ তুলে ধরেন। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তি অপব্যবহার ও নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ