বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’-এর হিসাব অনুযায়ী, রাজধানী ঢাকা ১৬৩ একিউআই স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ বায়ুর কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৮টায় নেওয়া এই তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর মানের স্কোর ২৯০, এবং তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৬৭। একইসঙ্গে ১৬১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে আজারবাইজানের বাকু শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান 'ভালো' এবং ১০১ থেকে ১৫০ স্কোর 'সংবেদনশীল গোষ্ঠী'র জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১ এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' বলে বিবেচিত হয়। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬০ থেকে ১৪৩-এর মধ্যে রয়েছে।
সদ্য সংবাদ/এসএইচ



























