শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৫ অক্টোবর ২০২৫

বিএসসি-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বন্দ্বের সমাধান হবে আলোচনায়: জনপ্রশাসন সচিব

বিএসসি-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বন্দ্বের সমাধান হবে আলোচনায়: জনপ্রশাসন সচিব
ছবি: সদ্য সংবাদ

বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের ৭১টি সাংগঠনিক জেলা শাখার নেতারা অংশ নেন।

এহছানুল হক বলেন, 'বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলীর পদ উন্মুক্ত করার দাবি মেধার প্রতি অবিচার, যা আমাকে ব্যথিত করেছে। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যে পেশাগত দ্বন্দ্ব চলছে, তা যৌক্তিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।'

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সমস্যা সম্পর্কে সচিব জানান, এসব বিষয় নিয়ে জাতীয় বেতন কমিশন কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কমিশনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সামনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে এহছানুল হক বলেন, 'আপনারা অনেকেই মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকবেন। সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব—এই কর্মযজ্ঞে আপনারা আমার সঙ্গে থাকবেন।'

পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি জাতীয় স্বার্থকেও প্রাধান্য দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রকৌশল খাতে নিম্নমানের কাজের যে বদনাম রয়েছে, তা দূর করতে মাঠপর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনারা যদি ৮ লাখ সদস্য একসঙ্গে ভালো কাজ করেন, এই দেশকে উন্নত করে তুলতে পারবেন।'

গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে জনপ্রশাসন সচিব বলেন, 'একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। প্রতিভাবান ব্যক্তিরা যদি অন্য পেশায় চলে যান বা নিম্ন পদ দাবি করেন, এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং জাতীয় প্রতিভার অপচয়। সরকার জাতীয় পর্যায়ে এসব প্রতিভাবান ব্যক্তিদের জন্য গবেষণার ক্ষেত্র তৈরি করতে কাজ করছে।'

আইডিইবির অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল, শাহবুদ্দিন সাবু, মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী কাউন্সিলের বিভিন্ন অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ