হাসিনার মিথ ভেঙে দিয়েছে জেন-জিরা: চিফ প্রসিকিউটর
জেন-জি প্রজন্ম শেখ হাসিনার তৈরি ন্যারেটিভ বা মিথ ভেঙে দিয়েছে বলে মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই প্রজন্মই দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, 'শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। কিন্তু জেন-জিরা সেই মিথ ভেঙে দিয়েছে। একশো বছরে এমন ঘটনা বিরল।'
তিনি সমসাময়িক সাংবাদিকতা নিয়েও সমালোচনা করে বলেন, 'আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। তখন হাসিনাকে প্রশ্ন করা হতো, কেন আপনি নোবেল পুরস্কার পাচ্ছেন না? কিন্তু জেন-জি প্রজন্ম সেই সংস্কৃতি বদলে দিয়েছে। তারা যা বলতে চায়, সরাসরি বলে ফেলে।'
চিফ প্রসিকিউটর বলেন, 'জুলাই বিপ্লবে জেন-জিদের নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। যাদের আমরা ‘ফার্মের মুরগি’ ভাবতাম, তারাই আবাবিল পাখির মতো উঠে দাঁড়িয়েছে। তারা শুধু স্বৈরাচারের পতনই ঘটায়নি, দিল্লি পর্যন্ত নাড়িয়ে দিয়েছে।'
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'নয়া দিগন্তকে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে। অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে না পারলে এর অবস্থাও ইত্তেফাকের মতো হবে।'
তাজুল ইসলাম আরও বলেন, 'বিগত সরকারের ভয়ের সংস্কৃতি আমাদের পত্রপত্রিকা তুলে ধরতে পারেনি। এখন সময় এসেছে গুমসহ সব রাষ্ট্রীয় নির্যাতনের সত্য তুলে ধরার। শহীদদের কথা বলতে হবে, না হলে আগামীর বাংলাদেশে টিকে থাকার অধিকার হারাব।'
সদ্য সংবাদ/এমটি



























