হাসিনার মিথ ভেঙে দিয়েছে জেন-জিরা: চিফ প্রসিকিউটর
জেন-জি প্রজন্ম শেখ হাসিনার তৈরি ন্যারেটিভ বা মিথ ভেঙে দিয়েছে বলে মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই প্রজন্মই দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, `শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। কিন্তু জেন-জিরা সেই মিথ ভেঙে দিয়েছে। একশো বছরে এমন ঘটনা বিরল।`