আশুলিয়ায় গণহত্যা ও লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন আজ
গত বছরের জুলাই-অগাস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময়ে, ৫ আগস্ট আশুলিয়ায় ঘটে যাওয়া গণহত্যা এবং ৬ জনের দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আজ, বৃহস্পতিবার (২১ আগস্ট), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেবেন। এর আগে ১৩ আগস্ট ট্রাইব্যুনাল-২-এ স্টেট ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।