শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালে হাজির হাসিনার মামলার রাজসাক্ষী মামুন

ট্রাইব্যুনালে হাজির হাসিনার মামলার রাজসাক্ষী মামুন

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ের অপেক্ষায় রয়েছে। এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে। রায়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম হাসিনার সর্বোচ্চ সাজা প্রদানের দাবি জানিয়েছে।

হাসিনা মামলার রায়ের দিন ধার্য হবে আজ

হাসিনা মামলার রায়ের দিন ধার্য হবে আজ

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। রায়কে ঘিরে রাজধানীর কাকরাইলস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট থেকে সেনা সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ কবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন পক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই মামলায় পাঁচদিন প্রসিকিউশন পক্ষে ও তিনদিন আসামিপক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্যের জন্য ১৩ নভেম্বর নির্ধারণ করেন। আজকের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার

জুলাই গণঅভ্যুত্থানেসংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্ধারণ হতে পারে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। মিজানুল ইসলাম বলেন, `আজকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে রায়ের জন্য দিন ধার্য করা হবে।`

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে অভিযুক্ত কর্মকর্তারা জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি নেন। আদালত জানায়, পরবর্তী তারিখে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।