রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা, ১৭ হাজার পুলিশ মোতায়েন
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে রাজধানীজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ডিএমপি জানিয়েছে, সহিংসতা বা নাশকতা রোধে ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একইসাথে মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের সদস্যরা।