মানবতাবিরোধী অপরাধ মামলা
ট্রাইব্যুনালে হাজির হাসিনার মামলার রাজসাক্ষী মামুন
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ের অপেক্ষায় রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে। রায়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম হাসিনার সর্বোচ্চ সাজা প্রদানের দাবি জানিয়েছে।
গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়। এরপর গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে উসকানি, হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনাসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ভারতে পালিয়ে থাকা হাসিনার রায়কে ঘিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদ্য সংবাদ/এমটি



























