৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিচারকদের
আদালত প্রাঙ্গণ ও বিচারকদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এই সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে রোববার (১৬ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে কলমবিরতি পালন করবেন বিচারকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিচারকদের নিরাপত্তা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। অথচ দেশের বহু জেলা আদালতে বিচারকদের জন্য যথাযথ বাসস্থান, নিরাপদ পরিবহন কিংবা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। অনেক বিচারককে এখনও ভাড়া বাসায় অরক্ষিত অবস্থায় থাকতে হয় এবং রিকশা, ভ্যান বা হেঁটে কর্মস্থলে যেতে হয়।
অ্যাসোসিয়েশনের দাবি:
১. সব আদালত প্রাঙ্গণ, বিচারকদের বাসভবন ও যাতায়াতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন।
২. রাজশাহীর ঘটনায় বিচারকের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমে উপস্থাপনের অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা।
সংগঠন থেকে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্ট একাধিকবার বিচারকদের নিরাপত্তা বিষয়ে সরকারের কাছে চিঠি পাঠালেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই এবার আন্দোলনের পথে নামতে হচ্ছে বিচারকদের। রোববার সকল বিচারক কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় হামলা চালিয়ে দুষ্কৃতকারী লিমন মিয়া বিচারকের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করে। এতে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার।
সদ্য সংবাদ/এমটি



























