শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

হামলা

হামলা

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ছাত্রশিবির ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমনটা জানান। জাহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি বলেন, নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতির অংশ হিসেবে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।

মুফতি আমির হামজার ওপর হামলা

মুফতি আমির হামজার ওপর হামলা

রাজধানীর জুরাইনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার ওপর এই হামলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে। চাঁদা না দেওয়ায় তারা রিকশা চালকের ওপর চড়াও হলে মুফতি আমির হামজা প্রতিবাদ করেন। এর জের ধরে হামলাকারীরা হামজার ওপর হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

ট্রাম্পের আহ্বান অমান্য করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ

ট্রাম্পের আহ্বান অমান্য করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পরও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাতটি ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশের এলাকায় একের পর এক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও তারা হামলা চালিয়েছে।’