কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ছাত্রশিবির ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমনটা জানান। জাহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি বলেন, নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতির অংশ হিসেবে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।