বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার
এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শুক্রবার প্রচারণার শেষ দিন। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটিও ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ১২ পদের বিপরীতে লড়ছেন ৩০ প্রার্থী। দীর্ঘ ১০ বছর পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছেন তারা। দোকানে দোকানে আর চায়ের আড্ডায় ব্যবসায়ীরা মুখর নির্বাচন নিয়ে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ব্যবসায়ী এস এম রাশেদ(প্রতীক-ছাতা) ও মো. জসিম উদ্দিনের (প্রতীক-চেয়ার) সাথে লড়ছেন সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ (প্রতীক-দেয়াল ঘড়ি)। সহ-সভাপতি পদে রেস্তোরাঁ ব্যবসায়ী এম নেকবর আলী (প্রতীক-টেবিল ফ্যান) ও ব্যবসায়ী মো. আবদুল কাদেরের(প্রতীক-মোবাইল) সাথে লড়ছেন ব্যবসায়ী মো. আলী (প্রতীক-চশমা)। তবে সংরক্ষিত সহ-সভাপতি পদে গঙ্গামানিক চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির মূখ্য নির্বাহী পদ সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন। এই পদে দন্ত চিকিৎসক ও সাবেক অর্থ সম্পাদক রণজিত কুমার ধরের (প্রতীক-আনারস) বিপরীতে আছেন সাবেক সাধারণ সম্পাদক তাপস দাশ (প্রতীক-কাপ-পিরিছ), ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু (প্রতীক গোলাপ ফুল), বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতা এমএস জাহান লিটন (প্রতীক-প্রজাপতি) ও সাংবাদিক মোহাম্মদ সোলায়মান (প্রতীক-ময়ূর)। সহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন প্রার্থী। সমিতির সাবেক কার্যকরী সদস্য রেস্তোরাঁ ব্যবসায়ী মাসুদ রানার (প্রতীক-দোয়াত কলম) বিপরীতে লড়ছেন ব্যবসায়ী মো. খালেদ মাসুদ (প্রতীক-কলসী), আক্তার হোসেন (প্রতীক-উড়োজাহাজ) ও শংকর দাশ (প্রতীক-মাইক)।
সাংগঠনিক সম্পাদক পদে মো. কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে লড়ছেন তিন প্রার্থী। এই পদে শিবু রঞ্জন বড়–য়া(প্রতীক-টেলিভিশন), মো. আবু সুফিয়ান (প্রতীক-ফুটবল) ও বিকাশ ধর (প্রতীক-বই)। দপ্তর সম্পাদক পদে লড়ছেন দুইজন প্রার্থী। মো. সোলাইমানের (প্রতীক-মোটর সাইকেল) বিপরীতে লড়ছেন মোঃ বেলাল উদ্দিন (প্রতীক-বাস)।
প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। এই পদের সাবেক সম্পাদক মোঃ হালিম শেখের (প্রতীক খেজুঁর গাছ) বিপরীতে মোঃ হাসান বিন ইব্রাহিম (প্রতীক-সেলাই মেশিন) ও শান্তি রঞ্জন দে (প্রতীক-তালা চাবি)। ধর্মীয় সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে সমিতির সাবেক কার্যকরী সদস্য হাফেজ মোঃ ওমর ফারুকের (প্রতীক-কাঁঠাল) বিপরীতে লড়ছেন মোঃ রহমত উল্লাহ (প্রতীক-আম)। কার্যকরী সদস্য পদে লড়ছেন তিনজন। আমিষ বল (প্রতীক-ঈগল), মোঃ নাছির উদ্দিন (প্রতীক কেটলি) ও মোঃ রফিকুল ইসলাম (প্রতীক-হরিণ)।
শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬১৯ ভোটার। তবে শেষ হাসি কারা হাসবেন তা দেখার জন্য শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটার ও প্রার্থীদের। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. কামাল হোসেন। তিনি জানান, দীর্ঘ এক দশক পর সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দিপনা দেখা যাচ্ছে। আশা করছি ব্যবসায়ীরা স্বতঃস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির মোট ভোটার ৬১৯ জন। ২০১৫ সালে সর্বশেষ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
মোঃ নাজমুল হোসেন ইমন/এমটি



























