গরু চুরির মামলায় কারাগারে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত
ফেনীর দাগনভূঞায় গরু চুরির মামলায় কারাগারে যাওয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪০) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন বলেন, 'অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আলা উদ্দিনকে সংগঠনের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন হায়দারকে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।'
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, আলা উদ্দিন সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় চোরাই গরুসহ হাতেনাতে ধরা পড়েন। তদন্তে দাগনভূঞার বিভিন্ন এলাকায় সংঘটিত গরু চুরির একাধিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর দাগনভূঞা থানায় তিনটি পৃথক গরু চুরির মামলা রয়েছে।
ওসি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলা উদ্দিন গরু চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।'
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।'
সদ্য সংবাদ/এমটি



























