শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৩, ২৪ অক্টোবর ২০২৫

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শহর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শহর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
ছবি: সদ্য সংবাদ

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জ শহর যুবদলের আওতাধীন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে একডালা পূর্ণবাসন মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শহর যুবদল সভাপতি মোঃ সজীব খান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মুরাদুজ্জামান মুরাদ।

এসময়  বক্তারা বলেন, 'তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ নতুন উদ্যমে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে নেমেছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা অবিচলভাবে জনগণের পাশে থাকব। আগামী ২৭ অ‌ক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তরুণদের জাগরণের বার্তা। সকল নেতাকর্মীকে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে র‍্যালিকে সফল করতে হবে।'

সভায়  বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি  আনিসুর রহমান আনিস,  ইমরান শেখ,  শহর  যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন প্রামানিক, শহর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ আসলাম উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যুবদলের নেতাকর্মীরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।

শুভ সেখ/এমটি

সর্বশেষ