চাঁদা না দেওয়ায় বাস চলাচল বন্ধ, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় ঢাকা-শরীয়তপুর রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে একদিকে সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, অন্যদিকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাস মালিকরা। অভিযোগ উঠেছে, যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম ও তার লোকজন এই অবরোধ ও হামলার পেছনে জড়িত।