রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২ অক্টোবর ২০২৫

বগুড়ার যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান, হত্যাকারীদের আটকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

বগুড়ার যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান, হত্যাকারীদের আটকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ছবি: সদ্য সংবাদ

বগুড়া যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস মৃত্যুর ঘটনায় তার শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার বিধবা মা দীপালি বেগমকে তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা জ্ঞাপন করেন বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় নিহতের পরিবারকে তারেক রহমানের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

আতিকুর রহমান রুমন বলেন, ‘যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নির্মম হত্যাকাণ্ডে আমাদের চেয়ারপারসন মর্মাহত হয়েছেন। তাঁর নির্দেশে বিএনপি পরিবার শোকার্ত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত রাহুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার একপর্যায়ে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেন; তবে অন্য অভিযুক্তরাই এখনও পলাতক।

সাংবাদিকদের সামনের ব্রিফিংয়ে আতিকুর রহমান রুমন নিহত যুবদল নেতা রাহুলের হত্যাকারীদের চিহ্নিত করে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানান। তিনি আরও বলেন, ‘বিএনপি একটি শান্তিপ্রিয় দল; আমরা বিশৃঙ্খলা চাই না এবং সবসময় সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব রেখে চলি। নিহতের হত্যাকারীরা যদি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়, তাহলে বিএনপির নেতা-কর্মীরা সরকারের ওপর সন্তুষ্ট থাকবেন। অন্যথায় পরিস্থিতি কঠোর হওয়া অনিবার্য এমন পরিস্থিতিতে সরকারকে দায়বদ্ধ হতে হবে।’

সর্বশেষ