রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৩৪, ২৬ অক্টোবর ২০২৫

‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, আটক ৫০

‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, আটক ৫০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে কুয়ালালামপুর পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাতে তাদেরকে আটক করেছে পুলিশ।

রাত প্রায় ১০টার দিকে বিক্ষোভকারীরা মোটরসাইকেল মিছিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে উপস্থিত হন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন। এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ স্লোগানও দেন।

পুলিশ  মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে মেনারা তাবুং-এর কাছে চেকপয়েন্ট বসিয়ে তাদের আটক করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেলগুলি হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সমস্ত যানবাহন জব্দ করা হয়।    

এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।

এরই মধ্যে আজ পুলিশ আবারও আয়োজকদের সতর্ক করেছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানান, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ