ট্রেনের বগিতে দুই তরুণীর চুল ধরে টানাহেঁচড়া, ভিডিও ভাইরাল
ভারতের বিহারগামী একটি ট্রেনে দুই তরুণীর সঙ্গে যাত্রীদের চুল ধরে টানাহেঁচড়া করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বগির ভিড়ের মধ্যেই কয়েকজন যাত্রী উপরের বার্থে বসা দুই তরুণীকে চুল ধরে নিচে নামানোর চেষ্টা করছেন। মুহূর্তেই ট্রেনের কামরায় হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়।
ভিডিওর অন্য অংশে দেখা যায়, এক যাত্রী কোলে শিশু নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং ক্ষুব্ধ যাত্রীদের থামানোর আহ্বান জানাচ্ছেন। তবে ঘটনাটির সঠিক কারণ বা প্রেক্ষাপট ভিডিও থেকে পরিষ্কার নয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়ার পর কয়েক লাখ মানুষ এটি দেখেছেন। পোস্টটিতে ৩ হাজারের বেশি লাইক এবং হাজারের বেশি মন্তব্য এসেছে। অনেক ব্যবহারকারী দুই তরুণীর সঙ্গে এমন দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।



























