বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

ভারত

ভারত

ভারত বেআইনিভাবে বাঙালি মুসলিমদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে

ভারত বেআইনিভাবে বাঙালি মুসলিমদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত সরকার বেআইনিভাবে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, এসব মানুষকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে কোনো ধরনের আইনগত প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি বুধবার এক প্রতিবেদনে জানায়, বিতাড়িত ব্যক্তিদের অনেকেই ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। ২০২৫ সালের মে মাস থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এ কার্যক্রম আরও জোরদার করেছে।