শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১৫ নভেম্বর ২০২৫

শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু ছিল না: রাহুল গান্ধী

শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু ছিল না: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

বিহার বিধানসভা নির্বাচনে মহাগাঠবন্ধনের শোচনীয় পরাজয়ের পর ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। যদিও সরাসরি ভোট চুরির অভিযোগ করেননি, তবে ফলাফলে বিস্ময় প্রকাশ করে বলেছেন, 'শুরু থেকেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল না'।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ভোটের ফল প্রকাশের পর এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, 'বিহারের লাখ লাখ ভোটার যারা মহাগঠবন্ধনকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এই ফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে হেরেছি, যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।'

তিনি আরও বলেন, 'সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই আরও শক্তিশালী করতে ইনডিয়া জোট এবং কংগ্রেস ফলাফল বিশদভাবে বিশ্লেষণ করবে।'

২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোটগ্রহণ হয়েছে দুই দফায় মোট ভোট পড়ে প্রায় ৬৭ শতাংশ।

এই নির্বাচনে মুখোমুখি ছিল বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন 'এনডিএ' জোট এবং কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন 'মাহাগাঠান্ধান'। ফলাফল ঘোষণা শেষে দেখা যায়, ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসনেই জয় পেয়েছে এনডিএ। মহাগাঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

এনডিএর বড় শরিক বিজেপি জয় পেয়েছে ৮৯টি আসনে, আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি এবং আওয়াম মোর্চা পার্টি পেয়েছে ৫টি আসন।

মহাগাঠবন্ধনের প্রধান দল আরজেডির ফল আরও হতাশাজনক। ২০২০ সালে ৭৫টি আসনে জয় পাওয়া দলটি এবার ১৪৩টি আসনে লড়াই করে পেয়েছে মাত্র ২৫টি আসন।

সদ্য সংবাদ/এমটি