বাংলাদেশিসহ বিদেশি নাগরিকরা বিহারের ভোটার তালিকায়
ভারতের নির্বাচন কমিশনের সূত্রমতে, বিহার রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। পিটিআই ও এএনআই সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে চলছে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিরোধী দলগুলোর তীব্র আপত্তি রয়েছে এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলমান।