শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৫

গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৯ গ্রেপ্তার

গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৯ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের বিলস আর্ট লাউঞ্জ লিমিটেড রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজ (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গুলশান-১-এর দক্ষিণ অ্যাভিনিউয়ে অবস্থিত বিলস আর্ট লাউঞ্জে অভিযান চালানো হয়। সেখানে ৪৬৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৬৭ লাখ ৯১ হাজার টাকা।’

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: সৈয়দ আসিফ (২৪), রাকিব খান (২০), তানভির আহমেদ (২৮), নয়ন চক্রবর্তী (২৮), বেল্লাল হাওলাদার (৪০), জহিরুল ইসলাম (৩৩), সাগর নকরেক (২৭), সাইফুল ইসলাম রকি (৩৪) এবং মেহেদী হাসান শিকদার (৪০)।

ওসি হাফিজুর জানান, বিলস আর্ট লাউঞ্জের অনুমোদনপ্রাপ্ত দেশীয় কেরু অ্যান্ড কোং কোম্পানির পাঁচটি ব্র্যান্ডের মদ বিক্রির অনুমতি রয়েছে। তবে তারা অবৈধভাবে বিদেশি মদ মজুত রাখছিল এবং বিক্রি করছিল। অভিযানের সময় ভবনটির ষষ্ঠ তলার চিলেকোঠা থেকে এসব মদ জব্দ করা হয়।

ঘটনার পর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ