শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০১:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় রমনা থানা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, আদালতের নির্দেশে মামলার তদন্ত চলছে। এ কারণে আসামিরা যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। প্রথমে তাঁর মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক, তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছে।

ঘটনাটিতে নতুন মোড় আসে ১৯৯৭ সালে রেজভী আহমেদ ফরহাদ নামের এক ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে। তিনি দাবি করেন, ‘আমরাই সালমান শাহকে হত্যা করেছি; ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল।’

রেজভীর বক্তব্য অনুযায়ী, এটি ছিল ১২ লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড, যার মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি।

এ ঘটনায় মোট ১১ জনকে আসামি করে মামলা করা হয়। তাঁদের মধ্যে প্রধান আসামি সামিরা হক। অন্যান্য আসামি হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়া বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ। মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ