দীপাবলিতে অবশেষে কন্যা দুয়ার মুখোন্মোচন
দীর্ঘ প্রতীক্ষার পর দীপাবলির উৎসবেই সবার সামনে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কন্যা দুয়া। উৎসবের আবহে একসঙ্গে প্রকাশিত হলো পরিবারের এই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি।
মা ও মেয়ের সাজে মিল—দু’জনেরই পরনে লাল রঙের ঐতিহ্যবাহী চুড়িদার আর মানানসই সোনার গয়না। দীপিকা নিজেই মেয়ের মাথায় দুই পাশে ছোট ঝুঁটি বেঁধেছেন, যা আরও বাড়িয়ে দিয়েছে আদুরে রূপ। অন্যদিকে, রণবীর পরেছেন সাদা ও ঘিয়ে রঙের মিশ্রণে তৈরি শেরওয়ানি।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, কখনও বাবা-মায়ের কোলে হাসছে দুয়া, কখনও আকাশের দিকে ইশারা করছে কৌতূহলী চোখে। প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে তাদের পরিবারের উষ্ণ সম্পর্ক। ছবির সঙ্গে অভিনেতা-অভিনেত্রী যুগল শুভেচ্ছা জানিয়েছেন ‘শুভ দীপাবলি।’
ছোট্ট দুয়াকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। কেউ বলছেন, মেয়েটি মায়ের মতো দেখতে, আবার কেউ রণবীরের হাসির ছাপ খুঁজে পেয়েছেন তার মুখে।
শেষ ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে জোড়হাতে প্রার্থনায় মগ্ন দুয়া। গত বছর গণেশচতুর্থীর পরদিন মেয়ের জন্মের খবর দিয়েছিলেন দীপিকা। সেই বছরই দীপাবলিতে প্রকাশ করেছিলেন খুদের নাম। এ বছর একই উৎসবে কন্যার মুখ দেখালেন তারা যেন এক শুভেচ্ছার ধারাবাহিকতা।



























