৪৫ বছর আগের শাড়ি পরে স্মৃতিকাতর জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান হাজির হলেন মা রেহানা মাসউদের বিয়ের শাড়ি পরে। নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে জয়া স্মৃতিমগ্ন। তিনি লিখেছেন, এই শাড়িগুলো দুইটির বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটি বিয়ের, একটি বৌভাতের। কলকাতা থেকে বাবা কিনে এনেছিলেন। সোনার সুতোয় তৈরি, এক চিরন্তন রূপকথার মতো, এখনও যেন নতুন বিবাহের আনন্দ বয়ে আনে।
জয়া জানালেন, “এই দুটো শাড়ি নিয়েই আমাদের দুই বোনের মধ্যে ছোটবেলা থেকে লড়াই লেগে যেত। কারা কোনটা নেবে, সেই নিয়ে সব সময় তর্ক হত। আমি বলতাম নীলটা আমার, বোন চাইত টুকটুকে লালটা। কখনও কখনও পছন্দ পাল্টে যেত, কিন্তু পরে বুঝেছি, এই দুটো শাড়িই আমাদের কাছে অমূল্য সম্পদ, আর তাই এত টান।”
স্মৃতিকাতর হয়ে জয়া লিখেছেন, “মৌসুমী ভৌমিকের গান ‘কিছু ফেলতে পারি না’ আমার অবস্থা বুঝিয়ে দেয়। সবকিছুর সঙ্গে স্নেহ, একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে। মায়ের যত পুরানো শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, এমনকি আমার জন্মের আগে মায়ের ব্যবহৃত শাড়িও আমার কাছে রয়ে গেছে। আলমারিতে রাখা, ন্যাপথলিনের সাথে ইতিহাস জড়ানো, সবটাই আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধা।”
তিনি আরও জানান, “হঠাৎ সুযোগ হলো এই দুটো শাড়ি পরে ফটোশুট করার। সুন্দরভাবে স্টাইলিং করে ছবি তুলেছি… আশা করি সকলের পছন্দ হবে।”
সদ্য সংবাদ/এসএইচ



























