এনসিপির সঙ্গে যোগাযোগ আছে, তবে জোট গঠনে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরসালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমাদের রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপির মধ্যে আনুষ্ঠানিক জোট হবে কি না, তা এখনো নির্ধারিত হয়নি। বিষয়টি নিয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জোট গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। ছোট দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে—এমন আশা থাকলেও আরপিও সংশোধনের ফলে তারা এখন কিছুটা নিরুৎসাহিত হতে পারে।’
তিনি বলেন, চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন বা ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।
বিএনপি নেতার দাবি, মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি জানান, ‘আমরা সংগঠনের কাঠামো ও প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছি। এই মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দল সংগঠনের পুনর্গঠন, প্রার্থী বাছাই এবং নির্বাচনী প্রস্তুতির সব কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমরা একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত।’



























