আরপিও পরিবর্তন হলে সুবিধা পাবে বিশেষ একটি দল: আখতার হোসেন
আরপিও (নির্বাচন পরিচালনা অধ্যাদেশ) সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে হতে পারে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এনসিপির ঢাকা জেলা ও মহানগর সমন্বয় সভায় তিনি এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি এখনো পরিষ্কার করেনি। স্বাক্ষর অনুষ্ঠানের সময়ও বিষয়টি গোপন রাখা হয়েছিল। সেদিন যদি এনসিপি সনদে স্বাক্ষর করত, তাহলে সেটির অপমৃত্যু ঘটত। তাই দ্রুত এর আইনিভিত্তিক বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করতে হবে।’’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি ৯০–এর মতো আবার কোনো সনদ মুছে ফেলার রাজনীতি শুরু হয়, এনসিপি তা প্রতিহত করবে।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য আরপিও পরিবর্তনের চেষ্টা চলছে। যদি কোনো দলের স্বার্থে আইন বাতিল বা সংশোধন করা হয়, তাহলে ধরে নিতে হবে এটি সরকারের লন্ডন বৈঠকের প্রভাব।’
আখতার হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি আবার রাজনীতির সুযোগ পায়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই এই দুই দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।’
সভায় এনসিপির সভাপতি নাহিদ ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























