বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

এনবিআর

এনবিআর

এনবিআরের ১৭  কর্মকর্তার সম্পদ যাচাই করবে দুদক

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ যাচাই করবে দুদক

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৭ নম্বর বিধির আলোকে নির্ধারিত ছক অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব জমা দেওয়ার নির্দেশনার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।