বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

৩৫ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি খোয়ালেন এনবিআরের আরও ২ কর্মকর্তা 

৩৫ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি খোয়ালেন এনবিআরের আরও ২ কর্মকর্তা 
ফাইল ছবি

বড় অঙ্কের ঘুষের বিনিময়ে জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির প্রযোজ্য ২৯৯ কোটি টাকার আয়কর কমিয়ে ৩৩ কোটি টাকা নির্ধারণ করে চাকরি হারালেন কর অঞ্চল-১৬ এর যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান।

দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ২৬৬ কোটি টাকা কর কমাতে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পৃথক আদেশে মাসুদুর রহমানকে সাময়িক বহিস্কার এবং জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে এ সংক্রান্ত তথ্য জানা যায়।

তাদের দুর্নীতির তথ্য-উপাত্ত চাকরি হারানোর পেছনের গল্প খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে। এনবিআরের গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, কোম্পানি থেকে ঘুষ নিয়ে রাষ্ট্রের ২৬৬ কোটি টাকা রাজস্ব ক্ষতির চেষ্টা করেছেন তারা। তারা দুজন এই কাজ করেছেন বলে স্বীকারও করেছেন। তবে শেষ পর্যন্ত তারা সফল হননি।

অভিযোগের বিষয়ে যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। মোবাইল ফোনে খুদে বার্তা পাঠালেও তার কোন প্রতি উত্তর দেয়নি। 

সর্বশেষ