হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা সাকিব গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন। তিনি জানান, সাকিব বর্তমানে থানায় আছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।