র্যাগিং সহ বিভিন্ন অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার
র্যাগিং , মারামারি, মাদকসেবন ও ধর্ম অবমাননাসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও সাতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত এ তথ্য নিশ্চিত করেন।