শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২১, ২৪ অক্টোবর ২০২৫

আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার হলেন বিএনপির সেই নেতা

আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার হলেন বিএনপির সেই নেতা
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে ফয়জুল করিমকে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান।

শুক্রবার (২৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

মিজানুর রহমান জানান, আওয়ামী লীগে যোগদানের কারণে তাকে ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানিয়েছিলেন ফয়জুল করিম। তার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সমকালসহ বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।

ফয়জুল করিম যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের দল। ৫ আগস্টের পর মানুষের স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা রুখতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ