শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:৪১, ২৪ অক্টোবর ২০২৫

‘আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে’

‘আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে ঘুড়কা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের জাতীয় সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য পুত্র রাহিদ মান্নান লেনিন।

রাহিদ মান্নান লেনিন তার বক্তব্যে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন; তিনিই স্বাধীনতার ঘোষক। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নারী শিক্ষার প্রসার, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, নিরক্ষর মুক্ত শিক্ষা ব্যবস্থা, কৃষকদের ঋণ মওকুফ করা হবে। যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য, গবাদি পশু পালন আত্মনির্ভরশীল করে তোলা হবে। চলবিলের মৎস্য নিয়ে হিমাগার স্থাপন এবং বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে। স্বাস্থ্য খাতে উন্নয়নের মাধ্যমে হাসপাতালগুলো আধুনিক করা হবে এবং নাসিং কলেজ প্রতিষ্ঠা করা হবে।’

ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার-এর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম, রায়গঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সলঙ্গা থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহীন রেজা, সলঙ্গা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাসুদ রানা এবং ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।

উক্ত জনসভায় উপজেলার, পৌরসভা, ইউনিয়ন এবং সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ শুভ সেখ

সর্বশেষ