সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে তারা অবরোধ শুরু করে। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে জোরালো স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাকসহ যানবাহন আটকা পড়েছে। যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।