সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সিরাজগঞ্জের শাহজাদপুরে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি সহ সভাপতি শফিকুল ইসলাম ছালাম।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা বিসিক মহাসড়ক, দিলরুবা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে শফিকুল ইসলাম বলেন, '১৭ বছর যারা দলের দূর্দিনে ছিলেন, আগামীতে তাদেরকেই মূল্যায়ন করা হবে। ত্যাগীদের দল আর উড়ে এসে জুড়ে বসতে পারবে না দলে।'
এ সময় তিনি তরুণ প্রজন্মকে বিএনপির ৩১ দফার আলোকে ধানের শীষে ভোট প্রদান করার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, যুব নেতা হৃদয় সহ ছাত্রদল যুবদল ও বিএনপি নেতাকর্মীরে সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শুভ সেখ/এমটি



























