দেশের বর্তমান পরিস্থিতির জন্য কে দায়ী?
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে এবার মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ীদের নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন নুর।
পোস্টে নুর লেখেন, 'গণ-অভ্যুত্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি/আপনারা কাকে/কাদের দায়ী করবেন?'
নুরুল হকের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে এক হাজার ৮০০টির বেশি রিঅ্যাকশন এবং এক হাজার ৬০০টিরও বেশি মন্তব্য পড়ে।
প্রতিক্রিয়ায় অনেকে নিজেদের মতামত জানিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও প্রশাসনের আচরণ নিয়ে মন্তব্য করেছেন।
রবিউল ইসলাম নামে এক ব্যবহারকারী লিখেছেন, 'সব রাজনৈতিক দল ফেরেস্তা নয়। সবারই কমবেশি দোষ রয়েছে। বিশেষ করে প্রশাসন দলের এককভাবে কাজ করছে, এটাই মেইন সমস্যা।'
নুরুল হক নুরের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনে দায় ভাগ করে নিতে হবে সব পক্ষকেই, আবার কেউ কেউ সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন।
সদ্য সংবাদ/এমটি



























