বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নুরুল হক নুর

নুরুল হক নুর

নুরকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে, অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান

নুরকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে, অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান

হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও সম্পূর্ণ সুস্থ নন। দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, নুরের সুস্থ বলে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন জানান, নুরুল হক নুর এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার নাক থেকে রক্ত পড়ছে এবং নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত, হাঁটাচলা করতে পারছেন না, মুখও খুলতে পারছেন না। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরিকল্পনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই তার বিদেশে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।