রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:২৫, ১২ নভেম্বর ২০২৫

অন্যায় না করা আওয়ামী লীগ কর্মীরা রাজনীতি করার অধিকার রাখে: নুর

অন্যায় না করা আওয়ামী লীগ কর্মীরা রাজনীতি করার অধিকার রাখে: নুর
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগে যারা অন্যায় করেনি, তাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে। তিনি এ মন্তব্য করেছেন বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজিত হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

নুরুল হক নুর বলেন, “আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেমনটি বলেছেন, আমরাও স্পষ্টভাবে বলতে চাই—দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি, জুলুম–নিপীড়ন চালায়নি, কারও বাড়িঘর দখল করেনি, তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে।”

তিনি আরও বলেন, “বিএনপি ভালো লাগলে বিএনপিতে, জামায়াত ভালো লাগলে জামায়াতে, গণঅধিকার পরিষদ ভালো লাগলে গণঅধিকার পরিষদে, এনসিপি ভালো লাগলে এনসিপিতে যাক। মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে। যারা ভালো মানুষ, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে।”

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নুরুল হক নুর বলেন, “এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনকে ঘিরে কারও সঙ্গে জোট বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক দল আমাদের সঙ্গে যোগযোগ করে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিছু মহল মানুষে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ