শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১২ অক্টোবর ২০২৫

জাপার সমাবেশে পুলিশের ভূমিকায় নুরের প্রশংসা

জাপার সমাবেশে পুলিশের ভূমিকায় নুরের প্রশংসা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টি (জাপা) শনিবারের কর্মী সমাবেশের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, 'জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে লক্ষ্য করেই আঘাত করা হয়েছে, আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল। মাথায় আঘাত করা হয়েছে, ব্রেইনে ইনজুরি হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের পক্ষ থেকে কোনো সংঘর্ষ হয়নি। জাপার কিছু কর্মী আমাদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়েছিল, কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখাইনি। এ ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। ঘটনাস্থলের কমান্ডিং অফিসারও এতে জড়িত ছিলেন।'

গণঅধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন, 'আমার ওপর হামলা করা হয়েছে একটি বার্তা দেওয়ার জন্য। রিফাইন আওয়ামী লীগ নামে যাদের নতুন উদ্যোগ চলছে, তাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করারই চেষ্টা করা হচ্ছে।'

নুর আরও জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ