শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ১৪ নভেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: নুর

নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: নুর
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় কেটে গেছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, 'একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সিদ্ধান্তকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ।'

তিনি আরও বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা।'

নুর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে অভিযোগ করে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এমটি